কবি হলো এমন এক লোহার কল,
যতই চাপ খায় ততই বের হয় জল।
শত আঘাতে দিবসরাতে কিছুই না তার লুপে,
কবি কলের জল বের হয় কবিতার রূপে।

(একের ভিতর চার কবিতায়)