কবি কবি সবাই বলেন কবি হওয়া কি সহজ কথা,
কাব্যগুণ যদি না রয় বলা যায় না তা কবিতা।
করে ভিন্ন শব্দ চয়ন
ভুল অর্থে মনোনয়ন
তবে তা ব্যর্থ লিখন পায় না স্বার্থকতা।
জন্ম দিলে জনক বলে হওয়া যায় না পিতা,
মানুষকে মানুষ বলে না ছাড়া মানবতা।
কবিতাও ঠিক তেমন হয়
কবিতায় কবির পরিচয়
তা ছাড়া সব অসারই হয় পায় না সফলতা।
অন্তমিলে হয় না কাব্য যতই আনন্দদায়ী,
বালুর ঘর দেখতে সুন্দর হয়না দীর্ঘস্থায়ী।
কবিতার মত কবিতা হলে
সবার মনের কথা বলে
কবিতায় যিনি আনেন তুলে সবার ভাবনার ছবি,
যার লিখা পড়ে মিটেনা তৃষা তিনি হলেন কবি।