বাকি কাজ কাল হবে
আজ আমি যাই তবে
সময় যে আসছে ঘনিয়ে,
ঘড়িতে বাজছে ঘন্টা
উৎফুল্ল আমার মনটা
যেতে চায় আজ সব সীমানা ছাড়িয়ে।
মানুষেরই তো শরীর আর
আর কত সইবে ভার
সইতে যে আর পারছে না দায় দায়িত্ব,
সেই সকাল থেকে বসে আছি
কাজ আর আমি কাছাকাছি
এবার না হয় দাও ছুটি দিয়ে গুরুত্ব।