কিসের এত কষ্ট তোমার প্রান খুলে আজ বলো,
মনটা দেখছি ভীষণ রকম আজ এলোমেলো।
নেইকো মুখে একটু হাসি
অশ্রু জলে যাচ্ছো ভাসি
কও গো কথা স্পষ্টভাষী কি এমন হলো,
কেবা তোমায় আঘাত দিলো কেবা কাঁদালো।
তোমার চোখে জল দেখিলে মন যে পাগল হয়,
দুঃখ তোমার মিটিয়ে দিতে বড় ইচ্ছে হয়।
দাওনা গো আজ আমায় বলে
পুড়ছো তুমি কোন অনলে
নিববে তা কোন বা জলে কোন সায়রে রয়,
সেই জল তোমায় এনে দেবো ব্যথা যদি দূর হয়।
কোন ঔষধে সারবে তোমার এমন ব্যধি,
আনতে পারি লংকা পাড়ি দিয়ে সে ঔষধি।
লক্ষণ তোমার ভালো নয়কো
মিলছে না তাই কোন অংক
মনে আমার ভীষণ শংক দূর করে দাও যদি,
মনটা তোমার ভালো করো ওগো বিনদি।