কিছু বলার ছিল তোমায়
শুনবে তুমি আপন মনে
খুব একাকি নির্জনে
বলবো তোমায় সংগোপনে
নীরব নীরবতায়।
কিছু বলার ছিল তোমায়
মনের কিছু আশা কথা
লোকাইত কিছু ব্যথা
স্বপ্নে ঘেরা চোখের পাতা
পলকে দোল খায়।
কিছু বলার ছিল তোমায়
পেতে তোমার ভালোবাসা
মনে যে তার ভীষণ তৃষা
মিটাবে কি এ পিপাসা
মন জানতে চায়।