কেউ ভালো নেই ভালো আছি সবাই মুখে বলে,
বুঝতে দেয় না কেউ কাউকে কেমন করে চলে।
টাকার হিসাব যে করেনি সেও ড্রয়ার খুঁজে,
ছেড়া টাকাও জোড়া দিয়ে চালায় দুচোখ মুদে।

ধনিরা কি সবাই ভালো ভালো নয়তো মোটে,
ডায়াবেটিসে খেতে পারেনা টাকা রেখে পকেটে।
জমিদারদের জমি নিয়েও রোজ ঝগড়াঝাঁটি,
একেক ছেলে একেক মতের কেউ ভালো নয় খাটি।

মান সম্মান রক্ষা করা এখন ভীষণ দায়,
রিক্সা ছাড়া যে চলেনি সেও হেটে যায়।
পরিস্থিতি ভালো নয়তো থাকতে তো হয় বেঁচে,
না পেরে কেউ দামী জিনিস অল্পমূল্যে বেচে।