তোমার বিরামহীন হাসি দুটি ওষ্ঠ জুড়ে,
তোমার অপার রূপ আমায় মোহিত করে।
সামলাতে পারিনা মনের লুকাহিত লোভ,
ইচ্ছে করে তোমায় ভালোবাসি খুব।
রোজ বিকেলে তোমার ছাদে গিয়ে দাড়ানো,
তোমার রূপের তাপে সূর্যকে তাড়ানো।
আমিও যে ডুবে যাই তোমার প্রেমে,
তুমি চলে গেলে যেনো সন্ধ্যা নামে।
দ্বার খুলে রোজ দেখি মুখামুখি ঘর,
কাছাকাছি থেকেও দু’জন রয়ে গেলাম পর।
জীবনটা কেমন যেনো অদ্ভতময়,
এক ফ্লাটে বাস করেও কেউ কারো নয়।