হাতের কাছে থেকে তুমি
লক্ষ যোজন দূরে,
ডানা মেলে হয়নি উড়া
তোমার আকাশ জুড়ে।
হাসি দেখি কানড়বা দেখি
কথা শুনা হয় রোজ,
তবু আজো হয়নি নেওয়া
তোমার মনেরই খোঁজ।
তোমার আমার বসবাস হয়
এক ছাদেরই নিচে,
স্বপড়ব দেখে হয় না দেখা
সব হয়ে যায় মিছে।
এক বিছানায় শুবার পরে
মধ্যে বালিশ রাখি,
স্পর্শ যেনো হয় না তোমায়
সেই ভাবনাতে থাকি।
কত কিছু হতে পারতে
কিছুই তো হলে না।
এত পাশে থেকে তুমি
আপন তো হলে না।
কিছু কিছু সম্পর্ক রয়
যোগ বিয়োগের নেই ফল,
কেউ কারো নয় তবু তারা
এক নদীতে দুই জল