কালো মেয়ের মন ভালো হয় কো’জনে তা বুঝে,
বিয়ের কনে দেখতে গিয়ে ফর্সা শুধু খুঁজে।
উপন্যাস হয় কালো মেয়ের বাস্তবে তা নয়,
গুনের চেয়ে রূপের কদর এখন বেশি হয়।
কালো মেয়ে যারা আছে তারা ভালো জানে,
কত চোখের জল ফেলে নীরব অভিমানে।
ফর্সা মেয়ে মন্দ সব নয় কালো তবে ভালো,
রঙটা তার যা কিছু হোক বাবার ঘরের আলো।