কখনও তিলে তিলে গড়ে ওঠা স্বপ্ন গুলো
চোখের জলের সাথে ভেসে যায়,
অন্ধকার বাস করে মনের আঙ্গিনায়
নেই কোন উপায়।
কখনও গড়ে ওঠা আশাগুলি
লুকিয়ে যায় মিথ্যে হাসির আড়ালে,
যদিও উঠে দাড়ালে
কেউ পাশে থাকেনা তখন হাত বাড়ালে।
কখনও নিজের তৈরি ঘর হয়ে যায় পর
নিতে হয় চোখ মুদে প্রস্থান,
দিতে হয় নিজের ঘরে অন্যকে স্থান
দুঃখের অনলে জ্বলার মাঝেই নিজের অবস্থান।
নিজেকে কখনও একা মনে হয়
যখন অন্যের কাছে ফুড়িয়ে যায় প্রয়োজন,
তবুও বাঁচতে হয় বাঁচার প্রয়োজন,
মাটিরে দেয়ালের বন্দি এইতো জীবন।