অল্প দিনের গল্প শেষে
স্বল্প দিনের মাঝে,
দু'টি হৃদয় এক যে হলো
প্রেমেরই বিরাজে।
অজানাকে জানা এবং
অচেনাকে চেনা,
চোখের দেখায় যায় হয়ে যায়
মনের লেনাদেনা।
স্বপ্ন কতো অবিরত
বাড়ছে মনের কোণে,
একই আশায় ভালোবাসায়
বাধা আজ দু'জনে।
একই ডালে দু'টি পাখি
নিত্য নতুন বাসা,
দেবে পাড়ি কালবৈশাখী
ঝর কিংবা কুয়াশা।
এমন করে স্বপ্নের ঘোরে
রাত্রি মিলায় প্রাতে,
যেতে হবে বহুদূরে
হাত রেখে ঐ হাতে।