ভালোবাসতে চাই নতুন করে
ব্যথা আমার খুব প্রয়োজন,
পারবে তুমি? মিথ্যে হলেও
করতে প্রেমের আয়োজন।  

না পুড়ালে খাটি হয়না
হৃদয়টাকে পুড়তে হয়,
পুড়লে হৃদয় সোনার মতো
স্বচ্ছ সুন্দর খাটি হয়।

তুমি না হয় ব্যথা দিও
ঝরিও চোখে একটু জল,
তবেই আমি কবি হবো
সাহিত্যে হবো সফল।

জ্বালিও আমায় প্রেম অনলে
তোমার ইচ্ছে যতো,
তবেই আমার লেখা হবে
হৃদয় ছোঁয়ার মতো।