ছোট বেলার কথা বলার নেই তেমন কিছু,
সবার মত আমিও ছিলাম খেলাধুলার পিছু।
হাই স্কুলে খেলা ভুলে পড়ায় দিলাম মন,
আমি নাকি খুব ভালো বলে সর্বজন।

কেউ কেউ ব্যবহার করে আমার আচরণ,
কেউ আবার আমায় দেখিয়ে দেয় উদাহরণ।
কলেজ এসে চিন্তা ভাবনা কেমন হয়ে গেল,
প্রেম সাগরে ¯ড়বান করিতে তখন ইচ্ছে হল।

আঠারোতে হল প্রেম বিশে হল বিয়া,
বাইশে ছেলে বলে বাবা চকলেট দাও আনিয়া।
আগে মোবাইলে আসতো এসএমএস জান ভালোবাসা নিও,
এখন আসে ঘরে খরচ নেই তাড়াতাড়ি পাঠিও।

কোথায় গেল ভালোবাসা সব এখন মাটি,
ঘরে এখন লেগেই আছে শুধু ঝগড়াঝাটি।
এখন ভেবে কি আর হবে কিছু করার নেই,
সোনার জীবন ধ্বংস হল নিজের দোষেই।

যা করো ভেবে করো কেঁদোনাকো পরে,
যাকে তাকে ভালোবেসে তুলনাকো ঘরে।