তোমার বুকের কষ্ট টাকে, দেখছি তোমার চোখে,
নাই বা বুঝক আশেপাশের, অন্য কোন লোকে।
দেখেছিলাম হাসি দিয়ে, আড়াল করছো দুখ,
পার নিতো ঢাকতে তুমি ব্যথাতুর দু চোখ।
দেখেছিলাম তোমার দিকে, তাকিয়ে অপলকে,
চাপা দিয়ে রাখছো তুমি মনের ব্যথা টাকে
কত আঘাতে পুড়ছে হৃদয়, লুকিয়ে রাখছো ধুয়া,
বুঝতে দাওনি কাউকে তুমি মন করেছো লোহা।
মোমের মত জ্বলছো তুমি অন্যে দিতে আলো,
কেমন আছি জানতে চাইলে, বলছো আছি ভালো।
ফুল হয়ে ফুটছো তুমি অন্যে দিতে সুভাষ,
হাসিমাখা মুখ ব্যথাতুর চোখ এমনই করছো বাস।