মাঝে মাঝে ভুলে যাই
আঘাত যখন বেশি পাই
তু্মি যে আমার কেউ হও
দিন শেষে গভীর রাতে
ঘুম আসে না আঁখিপাতে
তুমি কি এমনই জেগে রও।
মান আর অভিমানে
ভালোবাসা কাছে টানে
সোনা যত পুড়ে তত খাটি হয়,
যে যাকে যত তাড়ায়
তাকে পেতেই হাত বাড়ায়
পিছিয়ে এগুলে যেমন গতি বেশি হয়।