ফুলকুমারী ক্ষোভছে ভারী
মনটা বেজায় ভার,
বেশ কিছু নয় চাই যে সময়
হতে একাকার।
ব্যস্ত ভীষণ প্রতিটিক্ষণ
ব্যস্ত কর্ম কাজে,
দেখি না মুখ তাই তার দুখ
কার জন্য সে সাজে।
রাত গভীরে প্রেম পুকুরে
হয়না দেওয়া ডুব,
তাই তার মনে ক্ষণে ক্ষণে
যাচ্ছে বেড়ে ক্ষোভ।
ভাবছি এবার এই সমস্যার
করতে হবে বিহিত,
ফুলকুমারী দেবেই আড়ি
চলে গেলে শীত।