চাইলে কি আর হবে,
মন যতই চাক যেতে দুরন্ত শৈশবে।
স্বাধীন মত ঘুরে চলা
খেলায় দুলায় কাটিয়ে বেলা
টালি বাটির বসিয়ে মেলা মত্ত রইতাম সবে,
সেই দিন এখন স্মৃতির পাতায় কভু না ফিরবে।
আমরা যখন ছোট ছিলাম ছিলনা মোবাইল ফোন,
চিঠি দিয়ে খোঁজ নিতেন আত্মীয় স্বজন।
রাত পোয়ালে খেলার মাটে
সন্ধ্যা হলে পড়ার পাঠে
এখন সবাই ইন্টারনেটে কাটায় সারাক্ষণ,
কানামাছি বৌ বৌ কি চিনেই না এখন।
ফেসবুকে ভার্চুয়াল বন্ধুর পেয়ে রঙ্গিন হাত,
গাঁয়ের ছেলের নাম বললে মাথায় রাখে হাত।
অনলাইনে হয় নিমন্ত্রণ
ঘাটে বৈঠা বায় না সুজন
বদলে গেছে সবই এখন রাত দিনের তফাত,
ফিরবে না সে দিন তো আর জাগবে নতুন প্রভাত।