সারাদিন কর্ম ব্যস্ততা শেষে
শত চিন্তা মাথায় ভর করে এসে,
ঘুমাতে যাই যখন একাকিত্ব মন,
জানিনা কেন রোজ মনে হয় এমন ।
রোজ দিন আসে রাত আসে,
হয়তো চিন্তা অন্ধকারকেই ভালোবাসে।
প্রতিরাতে যেমন চিন্তা করে দিনমজুর,
রাতের আঁধার কেটে যাচ্ছে আসবে ভোর।
পাখিরা ঘুম ভাঙ্গাবে ডেকে উঠবে পাড়া গায়ের পালিত মোরগ,
রাত পোহালেই যোগাতে হবে ছেলে মেয়েদের ভোগ।
পথশিশু অনাধরে শুয়ে থাকে রাস্তার ধারে,
কেউ থাকে রেল লাইনের দুপাশ ধরে।
হয়তো চিন্তা করে বড় ভাই ,
রাত পোহালে ছোট ভাইয়ের পরিক্ষার ফিস তাও লাস্ট ডেট আর সময় নাই।
একজন বাবা চিন্তা করে আমার ছেলে মেয়েদের মানুষ করতে পারবোতো,
খাটি সোনার মত থাকবে না কোন ক্ষত।
একটা রুটি ভাগ করে নিজে না খেয়ে ঘুমিয়ে থাকে কোন হত দরিদ্র মা,
দেখে না কেও দুচোখের নিচে কত জল আছে জমা।
কারো রাত কাটে শুনে স্ত্রীর মুখের দীর্ঘ্যশ্বাস,
করে আনন্দে সহবাস।
কোন নবীন প্রেমিক স্বপ্ন দেখে,
ঘুমিয়েছে যে প্রেয়সীর কোলে মাথা রেখে।
কারো রাত মোবাইলের কিপেইড টিপতে টিপতে চলে যায়,
কেউ করে আত্মহত্যা যখন জীবনের কাছে ধোকা খায়।
ঋণ গ্রহীতা চিন্তা করে যদি পাওনাধার ছুটে আসে খুললে দুয়ার,
একটা রাত নিয়ে আসে অসংখ্য ভাবনা শুধু নয় অন্ধকার।