একটি কথা যাওগো বলে
দাড়িয়ে আছি শুনবো বলে,
দাও গো বলে একটি কথা হাত রেখে হাতে।
থাকবে কি গো সাথে।
হয়তো আমি পাগল ছেলে
কত কিছুই না লোকে বলে
দিবানিশি থাকি মিশি অজানা ভাবনাতে।
থাকবে কি গো সাথে।
হয়তো খুব ঝগড়া করি
কথা কথায় মান করি,
তবুও যে চাই তোমার ভালোবাসা পেতে।
থাকবে কি গো সাথে।
যদিও শুনি তোমার বানী দিবস নিশিতে
যতেষ্ঠ কি তা সখি প্রেমের পুর্ণ দিতে
মন ও যে চায় তোমার অপার পরশ পেতে।
থাকবে কি গো সাথে।