রোজ ভেবেছি তোমার হাতে রাখি আবার হাত,
এখন তুমি অনেক দূরে আকাশ পাতাল তফাৎ।
একাদশের প্রথম ক্লাসে বললে মনের কথা,
চোখের ভাষা না বুঝাটা নিজেরই ব্যর্থতা।
তারপর এক অভিমানে দুইজনই বিরোধী,
সেই থেকে আর কথা হয়নি আজো অদ্যাবধি।
সেই অভিমান আজো আছে দেখেই বুঝি সেদিন,
তোমার এখন সাজানো ঘর সংসারটা রঙ্গিন।
জানলে না আর কেমন আছি কিভাবে দিন যায়,
শুনলে না আর আমার মুখে ভালোবাসি তোমায়।
এক হৃদয়ের ভালোবাসার আগুনের কি তাপ,
তোমার হয়তো ধারণা নেই জানা নেই তার মাপ।
তাইতো দূরে গেলে সরে জ্বালিয়ে দাবানল,
চাইলে আবার হতে পারতে সেই আগুনের জল।
তোমার এখন ছেলে মেয়ে প্রথম শ্রেণি পড়ে,
একাদশের প্রথম ক্লাসটা আজো মনে পড়ে।