আনন্দ আজ লাগছে ভারী
চলছে কত রকমারী
বছর ঘুরে এল ফিরি আমাদের ঈদ,
হাসি খুশিতে পূর্ণ সকলের হৃদ।
কেউ প্রবাসে ফিরবে দেশে মনে কত আশা,
বাড়ি যাবে আবার পাবে সবার ভালোবাসা।
এইতো আশা নিয়ে মনে
গুনছে দিন ঘন্টা ক্ষণে
প্রিয় জনের দরশনে পূরবে প্রত্যাশা।
বাড়ি যাবে আবার পাবে সবার ভালোবাসা।
কারো ঈদ কাটবে দু:খে নেইকো করো ছুটি,
সকাল থেকে রাত অবধি করছে ডিউটি,
কারো বাড়ি খুবই দুরে
যেতে পারে না দেশে ঘুরে
কারো স্বপ্ন চোখের তরে খেলছে লুটোপুটি,
কারো ঈদ কাটবে দু:খে নেইকো করো ছুটি।
মনে আশা নিয়ে আছে ছোট্ট খুখুমনি,
আব্বু আম্মু দিবে কবে নতুন জামা কিনি।
মা বাবাও তাকিয়ে পথে
আসবে খোকা কোন ক্ষণেতে
আসবে ছেলে কাজ ফেলে ঈদের আবাস শুনি,
মনে আশা নিয়ে আছে ছোট্ট খুখুমনি,
যে যেখানে যেমন আছে ভালো যেন থাকে,
ঈদ আনন্দ একটু হলেও স্পর্শ করুক তাকে।
হিংসে বিবেদ সকল ভুলে
ভাই ভাই হয়ে দুহাত তুলে
মিলে মিশে সকলে যেন বরণ করি ঈদটাকে,
ঈদের দিনে সবাই যেন সবার পাশে থাকে।