এখন ঘুমিয়ে থাকার সময় নয়,
আমায় জাগতে হবে, জাগাতে হবে,
এখনো ঘুমন্ত সংসার,
ফোটাতে হবে আমায় অফুটন্ত ফুল, ভেঙ্গে দিতে হবে আগাছা ডাল।
আজ আমি মাঝি হয়ে তুলতে হবে পরিবর্তনের পাল।
আমায় তৈরি হতে হবে আগামী দিনের জন্য,
অনাগত জগৎ আজ আমায় ডাকছে।
ওরা বলে বলুক আমি ভীরু আমি নগন্য
আমায় দেখিয়ে দিতে হবে আমি অদ্বিতীয় অনন্য।
আমার যে অনেক কাজ বাকি।
এগিয়ে যেতে হবে আমার হতে হবে শত্রু মুখোমুখি।
আমায় সাজতে হবে নতুন সাজে,
মাথা তুলে দাঁড়াতে হবে এই সমাজে।
ওরা না দেয় বাধা, আমি চলবো সদা
সময় যে আর বেশি নেই,
অবহেলায় বেলা চলে যেতে পারে, পিছনে থেকে আজ লাভ নেই।
পূর্ণিমার আলোতে যদি এগিয়ে না চলি,
সূর্যের আলো হয়তো মেঘে ঢাকতে পারে,
পরের আশা করে ঘরে বসে রইলে,
সর্বনাশ এগিয়ে আসতে পারে,
আমায় বাইতে হবে জীবন তরী,
কাজে লাগাতে হবে প্রতিটি সময়
দেখাতে হবে আমি মরু ভূমিতেও বৃক্ষ জন্মাতে পারি।