হাত ধরাটা ভুল ছিলো গো প্রাত বেলার ক্ষণে,
কেনো দু’জন আপন হলাম শান্ত নিরজনে।
চলার সাথে নূপুর ধ্বনি
কেনো গেলাম সেদিন শুনি
হাওয়ার তালে পাওয়ার কথা জাগলো কেনো মনে।
কোলে তুলে গেলাম ভুলে কেউ নয় দু’জনে।
না চাওয়াতে চেয়ে বসলাম তোমায় আপন করে,
বৃক্ষ ছায়ায় অপার মায়ায় জড়িয়ে বাহুডোরে
কাদে রেখে মাথাখানি
দু’জন কত আপন জানি
সূর্য হয়ে অভিমানী সেদিন গেলো সরে,
ভালোবাসায় ডুবে ছিলাম কুয়াশার চাদরে।
যা হবার নয় তাই হল ঘটলো কত ভুল,
যায় কি ভুলা দূর বনের মধুর পরশ কমুল।
নয়ন মাঝে বিধলো নয়ন
মন যে হল উচাটন
প্রেমের স্রোতে ভেসে দু'জন হারিয়ে ছিলাম কুল,
গহীন জলে দু'জন ছিলাম হয়ে পদ্ম ফুল।
নিরজনে- নির্জনে, কমুল, কোমল,