তুমি যে চাও আমার হতে
বাসতে আমায় ভালো,
পুড়তে গো কি পারবে সখি
ভেবে আমায় বল।
যদিও তোমায় ভালবাসি
সময় তোমায় দিতে,
সন্যাসী মন পারবে নাগো
ডুবতে তোমাতে।
সংসারের ঐ মায়াজালে
বন্দি যদি থাকি,
কবিতা যে পর হবে গো
দিয়ে যাবে ফাকি।
কবি যে সন্যাসী গো
নিত্য নিরন্তর।
তুমিই বল কেমনে করবো
দুই সতিনের ঘর।
দুইজনার ঐ ভালোবাসা
আমি কি আর পাবো।
ভেবে দেখি কি করা যায়
তুমিও একটু ভাবো।
কবিতাকে বানিয়ে বাঁশি
তুমি হলে সুর,
আশা করি সকল বাঁধা
হয়ে যাবে দুর।