ঘুমে ঘোর চোখ আধো আধো
তোমাকে পাশে খুজি,
এমন করেই চলছে এখন
আজ নয় তা রোজই।
সেদিন হঠাৎ পেলাম কাছে
বড্ড আপন করে,
হারিয়ে ছিলাম অথৈ জলে
প্রেমের সাগরে ।
ভাবিনি আমি এমন করে
তুমি চলে আসবে,
আমি একা নয় তুমিও সাথে
একই জলে ভাসবে।
শীত মাখা রাত গভীর নিদ্রা
হঠাৎ জেগে উঠি,
রাতেই ছিলো স্বপ্ন এসব
ভোরে নিল ছুটি।