ইচ্ছে হলে হতে পারিস আমার মন গগন তারা,
গুছিয়ে দিবি জীবন আমার যা আছে সব ছন্নছাড়া।
সাজিয়ে নিবি তোর মত
পূর্ণ করে সকল ক্ষত
পূরবে মনের ইচ্ছে যত তুই দিলে সাড়া,
মনে ঘরে থাকবে না কেউ শুধু তুই ছাড়া।

দিন রাত সব সমান আমার বুঝি না সুখ দুখ,
ভিড়ের মাঝে খুঁজা হয়নি আপন প্রিয় মুখ।
হাসির সাথে মিলাবি তাল
রইবি পাশে তুই চিরকাল।
শুষ্ক ঠোটের বৃষ্টি হবি মুদে দুটি চোখ,
দলিল করে দিবো তোকে মনের জমিন বুক।