জীবন তরী বেয়ে মাঝ নদীতে এসে গেছি
আজো আমায় বুঝতে পারেনি,
আমি কেমন,
কি চায় আমার মন,
আমি সবার মুখে হাসি ফুটাতে বার বার গেছি ছুটে
প্রতিদানে কান্না ছাড়া আমার কি আর কিছু জুটে,
ওদের দুষ না,
যেখানে আমি বোধয় যোগ্য ছিলাম না।
আমি ভালোবাসার সাগর হয়ে দেখেছি
যেখানে সবাই সাতার কাটতে চায়
কিন্ত কেউ তার সম্মান দেয়নি,
দিয়েছে লাথি আর দুহাতে ঘুষি,
তাই এখন নিজেকে দোষি।
বড় আশা করে গড়েছিলাম একখানা ঘর
আপন ভেবে যাদের ঠাই দিয়েছি তারা এখন অনেক পর।
আঠারো বছরের ছোয়াঁ আমাকেও ছাড়েনি
প্রেম ভালোবাসায় আমিও অন্ধ হয়েছি।
ভালো মন্দ না যেনে যাকে নিয়ে বাসা বেধেছিলাম,
সে ছিল এক মানুষ রূপে ইদুর,
সুখের চাদরে ঠাই পেয়েও চাদরের সুতা কাঠার অভ্যাস ছাড়েনি।
সবার মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে দেখেছি,
ওরা শুধু নিতে জানে কিছু দিতে জানে না।
জীবন পথে চলতে চলতে অনেকের হয়েছে দেখা,
পরিশেষে বুঝতে পারলাম দিন শেষে আমি একা।