ছুটির ঘন্টা বাজছে যে আজ জীবন বেলা অবসান,
এবার আমার যেতে হবে এইতো বিধির বিধান।
বিদায় শুধু চাই গো এখন বিদায় দিও সকলে,
হারিয়ে যাবো সন্ধ্যা তারায় হয়তো আমি না বলে।
অনেক কিছু করার ছিল কিছুই হয়নি করা,
সময় যে আর নেইকো বেশি তাই আমি অধরা।
রেখে গেলাম কিছু স্মৃতি কিছু কবিতা,
আর কিছু নেই দিয়ে যাবার রইল মনে ব্যথা।
ভালোবাসা পেয়েছি যা যোগ্য নয় তার জানি,
হয়তো তার সঠিক মূল্য দিতে আমি পারিনি।
অশ্রæ কভু ফেলো নাকো আমার যাওয়ার পরে,
সবার মতই রেখো আমায় ভ‚মির জঠরে।
দাঁড়িয়ে আছি পথের ধারে সময় যে আজ যাবার,
সবার মাঝে ভিনড়ব সাজে ফিরবো গো আবার।
এই পথে যে দিবস রাতে সবার যাওয়া আশা,
আমি না হয় আগেই গেলাম রেখে রঙ তামাশা।
মায়াময় এই পৃথিবীতে কেও কারো নয়,
যাওয়া আসার এই নিয়ম মেনে নিতে হয়,
করিও ক্ষমা মনে জমা যা আছে ভুল ত্রুটি,
এবার না হয় দাওগো বিদায় নেবো চিরছুটি।