একটা সময় ইচ্ছা ছিলো
কিচ্ছা শুনার খুব,
দাদির কাছে যেতাম ছোটে
সূর্য দিলে ডুব।
আবার যখন রাত পোহাতো
ভাত না খেয়ে প্রাতে,
খেলার মাঠে যেতাম ছোটে
সব সাথীদের সাথে।
ঘরের পিছে গাছের নিচে
সাজিয়ে খেলার ঘর,
পুতুল নিয়ে দিতাম বিয়ে
সাজিয়ে কনে বর।
ছেলেবেলা খেলাধুলা
ভুলা কি আর যায়।
রান্নাবাটি অতীত এখন
স্মৃতির ডায়রীর পাতায়।