ফিরে কি আর পাবো বাড়ি যাচ্ছি তো আজ চলে,
সারাজীবন ঠাই পেয়েছি এই ছাদেরই তলে।
থাকনা আমার টিনের ছালা ছোট বা কুড়েঘর,
এই বাড়িতে মিলেমিশে ছিলাম যে পরস্পর।
আমরা আজো শুইতে পারি ঘরে ল্যাপতোশকে,
অনেক আছে গাছতলাতে ঘুম নেই দুটি চোখে।
ঝড়ে শুধু গাছ ভাঙ্গেনা পাখির বাসাও থাকে,
কান্না দেখা যায়না চোখে দেখি যে বন্যাকে।
কেউবা হারায় আত্মীয় স্বজন কেউ পায়না কারো খোজ,
যোগাযোগহীন নদীর বুকে কতোজন হয় নিখোজ।
ভাবলে এসব দুটি চোখে জলে টলমল করে,
কেউবা হয়তো এমন করে ফিরে না আর ঘরে।
যারা আছি বেশ রোমান্টিক ভিজতে চাই তার জলে,
কারো বাড়ি এই বৃষ্টিতে হারায় নদীর তলে।