বৃষ্টির বিলাসিতায় মন হারিয়ে যায়
দূরন্ত শৈশব ছেলেবেলায়,
ইচ্ছে করে আবার মেতে উঠি
বৃষ্টির জলের সাথে নানান খেলায়।
বৃষ্টির জলে কাদায় গড়াগড়ি
আনন্দ ছিল সীমাহিন,
হয়তো চাইলেও ফিরবে তা
ফিরে পাবো না কোনোদিন।
মায়ের বকুনী খেয়েছি কত
রোজ বলতেন আসবে জ্বর,
বৃষ্টির বিলাসিতায় আজ অনেক দূরে
সামান্য জ্বর হলে হবে করোনার ডর।