আমি বৃক্ষরোপণ করে রেখেছি
নাইবা দিল তাতে কেউ জল,
একদিন বৃষ্টি আসবে
সে না হয় চারাটিকে করবে সচল।
রোদে পুড়ে দিন গুনে
ধীরে ধীরে পাবে বৃদ্ধি
গজাবে ডালপালা
হবে সমৃদ্ধি।
অবহেলিত বৃক্ষটি
অবশেষে হবে সে সফল,
তখন সবাই আসবে বৃক্ষের নীচে
ছায়া পেতে কিংবা খেতে তার ফল।