প্রথম তোমায় দেখেছিলাম
বসন্তের ফাল্গুনে,
হাতটি ধরে হাঁটতেছিলে
বান্ধবীটির সনে।

গোল জামাটি পড়েছিলে
উপরে ছিলো কোট,
রক্তরাঙ্গা লিপস্টিকে
রাঙ্গিয়ে ছিলে ঠোঁট।

কৃষ্ণচূড়া বেঁধেছিলে
অগোছালো চুলে,
খোপায় ছিলো দোলনচাঁপা
বাতাসেতে দুলে।

ফুটেনি ঠিক বক্ষে তোমার
নয়নতারা, বেলী,
মন অজান্তে ঠিক তখনই
ভালোবেসে ফেলি।

মনটা ছিলো সরল কোমল
তাই সে মনের সনে,
মনের সাথে মন বেঁধেছি
বসন্তের ফাল্গুনে।