হাজার কবি হাজার কাব্য যাকে নিয়ে লিখে,
চির অমর শেখ মুজিবুর শুনি চতুর্দিকে।
নিজেকে উৎসর্গ করে দিয়ে গেছেন দেশ,
তাই মোরা পেয়েছি আজ স্বাধীন বাংলাদেশ।
বিশ্ব মাঝে ছড়িয়ে গেছে যার ভাষণের সুনাম,
মানচিত্রে স্থান দিয়েছেন বাংলাদেশের নাম।
আমি শুনেছি তাঁর বজ্রকন্ঠের তীব্র আর্তনাদ,
ভাইয়েরা আমার দেশের জন্য করো প্রতিবাদ।
সাতই মার্চে রেসকোর্সে সেই কন্ঠের ধ্বনি,
আজো মোরা দীক্ষার মত বারে বারে শুনি।
শত বাধা কত কিছু কারা বরণ শেষে,
দশ এক বাহাত্তরে ফিরেন নিজের দেশে।
তারপর তিনেক বছর বুক ভাসে কষ্টে
সপরিবার নিহত হন পনেরো আগস্টে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
চিরকাল রবেন সবার মনে হয়ে দীপ্ত মান।
অন্ধজনা দেখতে পেলে হাতের লাঠি ছাড়ে,
বৃষ্টি শেষে বোঝা ভাবে হাতের ছাতাটারে।
দেশটা স্বাধীন পাবার পরে স্বাধীন ভাবে তারা,
আপনার বুকে বুলেট মেরে করলো পিতৃহারা।