কত কথা বলতে গিয়ে রোজ গিয়েছি থেমে,
বাড়িয়ে দু’পা দাঁড়িয়ে পড়ি অজানা এক জ্যামে।
ইচ্ছে করে লুকোচুরি
কেমনে বলি হাতটা ধরি
মনের সকল বাহাদুরি তোর কাছে যায় থেমে,
পারি নাতো বলতে তোকে পড়েছি তোর প্রেমে।
নয়ন মাঝে দেখিস নি তুই মনের উচাটন,
সব কি বলা যায় মুখে কবিতার মতন।
না বলাতে পাই না তোকে
তাই ভেবে জল আসে চোখে
রোজ করি তোর ছবি দেখে নিশি জাগরণ,
কোন বা ভাষা চয়ন করে করবো মন হরণ।
এমন করে কতটা শীত দিয়ে গেলো ফাঁড়ি,
কোয়াশাতে ভালোবাসা নেয়নি নজর কাড়ি।
আজো বাঁচি তোর আশাতে
নাই বা রইলি আমার সাথে
পারবো নারে বেঁচে থাকতে যাবো জগৎ ছাড়ি,
দেখবো যখন তোর গায়েতে নতুন বিয়ের শাড়ি।