বিশ তারিখের ভোর শুরু হলো মোর থেকে কমলাপুর,
তারপর ধীর পায়ে হেটে আসা বাংলা একডেমি।
আরও কিছু হেটে হেটে
সময় পুরালো এমনি কেটে
জাতীয় জাদুঘরে এসে পৌঁছালাম আমি।
বাংলা কবিতা আয়োজন সুফিয়া কামাল মিলনায়তন,
যেখানে ছিল সকল কবিদের কবি সম্মেলন।
প্রথমে ছিলাম একা একা
যখন পেলাম সবার দেখা
পরিচয় আর কুশল বিনিময় তুলেও নিলাম ছবি।
ওরা আমাদের ওয়েব সাইটের শ্রদ্ধাভাজন কবি।
যাই হোক সবার সাথে মিশে
কবিতা পাঠ আর আলোচনা শেষে,
দেখতে গেলাম বই মেলা
এমনি করেই কেটে গেল আমার সারা বেলা।
সময় আসলো ঘনিয়ে যেন খুব তাড়াতাড়ি
ফিরতে হলো বাড়ী
আমার প্রিয় মৌলভীবাজার,
বাংলা কবিতার প্রতি রইল মমতা প্রীতি
স্নেহ আর ভালোবাসা রইল হাজার হাজার।