সকাল নয়টায় অফিস আসি রাত গভীরে ফিরি,
ক্লান্ত শরীর রোজ বলে যায় এখন একটু ঝিরি।
পাওনাধার আর দায়িত্বতে ভীষণ বড় টাকা,
তবুও যেনো দিবস শেষে পকেটটা রয় ফাকা।
অফিস থেকে যেতে যেতে আসার সময় হয়,
শত চেষ্টার পরও যেনো অপূর্ণতাই রয়।
আত্মীয় স্বজন খুঁজিনা আজ সবার ভীষণ রাগ,
বুঝে না কেউ বুঝলেও কি নেবে দুঃখের ভাগ।
শখ ও স্বপ্ন ফাকি দিবে যাদের ভালোবেসে,
কেউ রবে না পাশে কভু দেখবে দিবস শেষে।
বিষণ্ণতা শুধুই তোমার কেউ বুঝতে চায় না,
এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না।