ঘরের আলনা এলোমেলো কাপড় নিতেই করতো,
এই বিষয়ে তার আর আমার ঝগড়া লেগেই থাকতো।
রাত গভীরে ফিরতো বাড়ি ঘুম হতো না তাই,
মন মালিন্য দু’জন মাঝে থাকতো সর্বদাই।
হঠাৎ একদিন কি যে হলো না বলে আমাকে,
ঘুমিয়ে আছে এমন ভেবে ডাকিনি আর তাকে।
ধীরে ধীরে বাড়লো বেলা চিন্তিত হয় মন,
না জানি কোন অভিমানে ছাড়লো এই ভুবন।
একটি ছেলে একটি মেয়ে তাদের কথা ভেবে,
সারারাত আজ ঘুম হয়না কে দায়িত্ব নেবে।
আলনাতো থাক নিজেই এখন ভীষণ এলোমেলো,
গায়ে পড়া রঙ্গিন শাড়ি কোথায় যে আজ গেলো।
দুষ্ট লোকের মিষ্টি কথা এখন আমায় বুঝায়,
কতজনে কথার ছলে আমায় কাছে চায়।
কারো স্বামী আসামী হোক থাকুক তবে বেঁচে,
স্বামী যে কি বুঝে তারা যাদের মারা গেছে।