বিদায় উপস্থিত ক্ষণে বাকবন্দি তোমার সনে
কি বলবো আমি আর কথা,
লুকায়িত কত আশা পায়নি বলার ভাষা
পাবে নাতো আর পূর্ণতা।
বলার তো ছিল বেশ থাক না হয় পেলাম ক্লেশ
সময় ওতো আর বেশি নেই,
বেলা শেষের দিন রবি যে তেজহীন
ক্ষণ পরে যাবেতো ডু্বেই।
কত কাছে থাকার কথা তা হতে দেয়নি বিধাতা
আজ আমি দূর বহু দূরে
ব্যথার কথা বাজে পুরোনো গিটারের মাঝে
অতীতের চিরচেনা সূরে।
গেলে বুকে তীর ছুড়ে মরছি পুড়ে পুড়ে
হৃদয়ের দেশ থেকে হয়ে দেশান্তর।
অবশেষে বেলা শেষে আঁখিজলে ভেসে ভেসে
তবুও বলি ভালো থেকো তুমি নিরন্তর।