কি করে যে বলব তোমায় তবুও বলতে হয়,
আসা যাওয়ার নিয়মকে তো সবার মানতে হয়।
চলে যাবো যেতে হবে আমি যে অতিথি,
মেনে নিয়েছি মানতে হবে বিদায় অরুন্ধতী।
যা দিয়েছো তুমি আমায় তা যে ভুলার নয়,
গভীর থেকে গভীর হলাম করে অভিনয়।
কঠিন হলেও মানতে যে হয় সবার এক গতি
সবার মত আমিও বিদায় নিলাম অরুন্ধতী।
আমি আর থাকবো মেতে রঙ মঞ্চের খেলায়,
একবার এসে দেখা দিও ডুবন্ত সে বেলায়।
অশ্রæ জলে ভেসো নাকো তুমি দিবারাতি,
হাসি মুখে বিদায় দিও তুমি অরুন্ধতী।
যাবার কালে যাবার কথা যদি বলা না হয়,
আগে বিদায় নিলাম গো তাই জানিও নিশ্চয়।
থাকবো নাকো আর বেশিদিন জানি পরিণতি,
বিদায় বার্তা জানিয়ে দিলাম বিদায় অরুন্ধতী।