তুুমি প্রায়ই বলো তোমার অনেক কিছু আছে
গাড়ি বাড়ি বাবার তৈরি তিন চারটি পাঁচতলা বাসা।
আমি জানতে চাই তোমার কাছে
তোমার কি আছে আমাকে দেওয়ার মত একমুটু ভালোবাসা।
আমাকে প্রায়ই বলো তোমার অনেক টাকা পয়সা
যা খেয়ে পুরাবে না সারা জীবন
আসলে ওগুলোর কিসের প্রয়োজন
যদি না থাকে আমাকে দেওয়ার মত সুন্দর একটা মন।
ওসব বলে আমার ভালোবাসা পাবে না।
আমাকে পেতে হলে ভালোবেসে পেতে হবে সময় দিতে হবে
দুর্ভাগ্য আমাকে দেওয়ার মত তোমার সময়টুকু নেই।
তুমি ব্যস্থতার জেলখানায় বন্ধী তাই তোমাতে জড়াতে চাইনা নিজেকেই।