বাবার ঘরের আদরি মেয়ে
হলো যখন বিয়ে,
নতুন জীবন শুরু করে
স্বামীর বাড়ি গিয়ে।

বিয়ের পরে বাবা মায়ের
জন্য কত টান
ইচ্ছে হলে যায় না আসা
একলা কাঁদে প্রাণ।

যে বাড়িতে বড় হলো
মেয়ে যথারীতি,
সেই বাড়িতে আসতে আবার
লাগে লগ্ন তিথী।