বাবার কথা অন্তরে মোর করে যায় স্পর্শ,
হৃদয়ে মোর দেয় গো নাড়া বাবার আদর্শ।
বাবা বলেন বিপদে বাবা পাসনে কভু ভয়,
কঠিন সময় ধৈর্য্য রাখিস তবেই পাবে জয়।
যারা তোকে দেবে গালি তাদের দিস ভক্তি,
সব সময় জাগিয়ে রাখিস অন্তরের শক্তি।
যারা তোকে ভাবে পর তাদের ভাবিস আপন,
প্রয়োজনে বিলিয়ে দিস তাদের জন্য জীবন।
শত্রু তাতে মিত্র হবে জীবন চলার পথে,
কাটা পেলেও হাটা ছাড়িস না থেমে যাসনা পথে।
হাল ছাড়লে হবে নাজেহাল লাঙ্গল ধরে রাখিস,
হুচট খেলে দাড়িয়ে বাবা মাঠের মধ্যেই থাকিস।
ভালো কাজে শত্রু বেশি থাকবে তোর পাশে,
নিত্য তোরে পোড়াতে যাবে নানান উপহাসে।
যথা কর্ম তথা ফল পাবে নিশ্চয়,
কষ্ট বাবা পেতেই হবে পেতে হলে জয়।