বাবা মা থাকতেই বাবার বাড়ি
পরে আর তেমন রয় না,
ভিন্ন স্থানের ভাইয়ের বউ হয়
সবতো ভালো হয় না।
একটি ঘরের তিনটি ভাই
তিনটি স্থানে যায়,
বাবার বাড়ি বলতে গেলে
অনেকে লজ্জা পায়।
আদরেরেই ভাই গুলো সব
হয়ে গেলে সংসারী,
তার পর আর কোজন করে
বোনের খবরদারি।