বাবা তুৃমি কেমন আছো জানিনা কো আজ,
তুমি ছাড়া ভালো লাগেনা করতে কোন কাজ।
তোমার কথা মনে হলে
বুক ভাসে যে নয়ন জলে
আদর করে টেনে কুলে নেয়না কেও আজ।
হারিয়ে গেলে দুর অজনায় আমাদেরকে ছেড়ে,
নিয়তি সব আমাদের থেকে সবই নিলো কেড়ে।
বাবা ছাড়া যে জন আছে
সেই জানে তার কি হেরেছে
ব্যথায় অগ্নে হৃদয় জ্বলছে স্মৃতি আকছে ধরে।
ঘুমের ঘরে মনে পড়ে বাবা তোমার স্মৃতি,
তোমার মত এই দুনিয়া করে না কেউ প্রীতি।
লোকজনে কয় কটু কথা
পালন করছি নীরবতা
সহ্য করে আছি যে তা মেনে নিয়ে নিয়তি,
তোমার মত এই দুনিয়ায় করে না কেউ প্রীতি।