বাবা আমার চলে গেলেন আপন ঠিকানায়,
সময়ের আগে বাবা আমার নিতে হল বিদায়।
মনে পড়ে বাবার স্মৃতি
কত আদর কত প্রীতি
বিধির এ করুণ নিয়তি কেড়ে নিল হায়,
বাবা বাবা বলে কাঁদি অন্তর জ্বলে যায়।
দিবস রাতে দেখিনা আর আমার বাবার মুখ,
কথা হয়না দেখা হয়না নিত্য ঝরে চোখ।
বাবার এ অপার শুন্যতা
পাবেনা আর পুর্ণতা
কেমনে সই এমন ব্যথা এমন নিঠুর দুখ,
ফিরবেন না আর বাবা আমার মানতে হবে শোক।
দেখবো না আর বাবা আর চির জন্মের তরেই,
জগত সংসার কেঁদে মরে বাবার অভাবেই,
জন্মিতে মরিতে হয়
অমর কে কোথায় রয়
তবুও ভাবতে অবাক হই বাবা যে আর নেই,
রেখে আসতে হল বাবাকে আপন মাটির ঘরেই।