বাবা নাই যার সেই জানে তার জীবন কেমন হয়,
বাবার মতো দ্বিতীয় কেউতো সমতুল্য নয়।
কতদিন ধরে বাবা বহুদূরে শুনি না গলার স্বর,
বাবার তুলনা করা যায় না শাসন কিংবা আদর।
বাবা হীনা কেউ বলে না আমি আছি নেই ভয়,
বুঝতে দেন না অভাব অনটন বাবা এমনই হয়।
বাবা ছাড়া মনের ইচ্ছা প্রকাশ হতেও থামে,
বাবার কথা মনে হলে চোখে অশ্রু নামে।
বাবা ছাড়া ছেলে মেয়ে যারা আবদার নেই কিছু,
বাবার ছায়া বাবার মায়া খুঁজে সকল শিশু।
বাবা যে হায় আছেন কোথায় শহর নাকি গ্রামে,
আমার কবিতা বাবা ছাড়া সব ছেলে মেয়েদের নামে।