আরো কিছু সময় যদি থাকতে,
মন ভুলানো হাসিতে
ভালোবাসা বাসিতে
তোমার দুটি হাত যদি আমার হাতে রাখতে।
আরো কিছু সময় যদি আমার সাথে কাটাতে
বসে আমার কাছাকাছি
বলতে আমিতো আছি
নতুন করে ভালোবাসা আবার আমায় শিখাতে।
বৃষ্টি ভেজা দিবস বেলা কত স্বপ্ন মনে,
চতুর্দিকে শুধু যে জল
করছে দেখো ছল ছল
ভালোবেসে যাই হারিয়ে চল না এই দিনে।
তোমার জন্য কত কথা মনে জমা আছে ,
বলা যায় কি সকল চাওয়া
যা চাই তা হয় না পাওয়া।
বলি আরো কিছু সময় বসো আমার কাছে।