সে আসে রোজ নেয় আমার খোঁজ
মনেরও আছে টান,
দু’জন মাঝে কাজ অকাজে
আছে অনেক সম্মান।
রোজ দেখাতে দুই আঁখিতে
কত সাধ যে জাগে,
মুখে এনে বাক হই নির্বাক
যদি কভু রাগে।
কত আশা ভালোবাসা
এভাবে রোজ হারায়,
হয়তো বা কেউ তুলেছে ঢেউ
তারই মণিকোঠায়।
বুঝে না মন পর না আপন
এমন না হয় থাকি,
বেশ চাওয়াতে না পাওয়াতে
ঝরবে শুধু আঁখি।