আমি তোমার স্বপ্ন হব
গভীর ঘুমের রাতে,
চাইবো না গো স্পর্শ পেতে
একটু তোমার হাতে।
আমি প্রেমের বাঁশি হব
সুর তুলিব প্রাণে,
চাইনা প্রিয় যেনে নিও
কিছুই প্রতিদানে।
আমি তোমার টিপ হব
পবিত্র ললাটে,
চুলের খোপায় বেলী হয়ে
রইবো আমি ফোটে।
আমি তোমার হাসি হব
তুলতুলে ঐ গালে,
নাইবা ফেলাম আনন্দের ভাগ
আমি কোন কালে।
আমি তোমার প্রেমিক হব
নিস্বার্থ নিশ্চল,
নাইবা দিলে ভালোবাসা
সীমাহীন অতল।